রাইয়িক রিদওয়ান ইন্টারভিউ উইথ -ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ অডিয়েন্স

PK Millat : সাদা পাসপোর্টে কোন ধরনের ইনভাইটেশন লেটার পেলে টুরিস্ট ভিসা পেতে সহায়ক হয়?
Raiiq Ridwan : এমন কোন এক ফর্মুলা নাই। ভিসা পাওয়ার ক্ষেত্রে বড় জিনিস যেটা ওরা জানতে চায় সেটা হলো আপনি দেশে ফিরবেন কিনা

Md Abu Bakar Siddik : আপনি কি এত গুলা দেশ বাংলাদেশ পাসপোর্ট দিয়েই ভ্রমণ করেছেন? আর কিভাবে এত দেশের ভিসা নিয়েছেন? ভাই আপনার মত ট্রাভেলার হতে গেলে আমাদের কোন কোন বিষয়ের দিকে লক্ষ রাখতে হবে?
Raiiq Ridwan : বাংলাদেশ পাসপোর্টে সব। ভিসা অধিকাংশ রাস্তায় অথবা লন্ডন থেকে নেয়া

Md Jewel Khan : বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কয়টা দেশ ট্রাভেল করেছেন & প্রথম কতো সালে কোন দেশ দিয়ে ট্রাভেল শুরু করেছিলেন।
Raiiq Ridwan : Md Jewel Khan সব গুলা বাংলাদেশ পাসপোর্টে

MD Ziaul Hoque : শুধু ইন্ডিয়া ট্রাভেল করা এখন মালেশিয়া ভিসা পেয়েছি আমার ট্রেড লাইসেন্স আছে আমি কি মালেশিয়া ইমিগ্রেশন করতে পারবো?
Raiiq Ridwan : হা পারবেন।  এন্ট্রি ও এক্সিট হওয়ার টিকেট থাকতে হবে, হোটেল বুকিং ও প্ল্যান দেখাতে হবে। থেকে যাবেন এমন ধারনা করলে ঢুকতে দিবেনা

Khan Elias : শুধু বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ১২৬ দেশ ঘুরছে কিনা? তার টাকার উত্স কি?
Raiiq Ridwan : হা বাংলাদেশি পাসপোর্টে। আমি নিজে উপার্জন করে খরচ করেছি, কর্মজীবি আমি। ডাক্তার হিসেবে কাজ করি লন্ডনে ।

Rasel Mahmud Riyad : প্রথম সারির দেশ গুলোর মধ্যে ইনভাইটেশন এর ভূমিকা কতটুকু? বিনা খরচে ইনভাইটেশন পাওয়ার কোন ব্যবস্থা কি আছে?

Raiiq Ridwan : ইনভাইটেশানের ভুমিকা আছে। আমাকে প্রথমবার অস্ট্রেলিয়া ভিসা দেয় নাই। পরেরবার আমার বোন যে অস্ট্রেলুয়া থাকে সে ইনভাইটেশান দিয়েছে আর পেয়ে গেলাম। এখন আরো অনেক কিছু এড করেছি কেন দিয়েছে শিওর না। আবার অনেক সময় ইনভাইটেশান থাকলেও দেয় না
তাদের সব চেয়ে বড় ভয় আপনি গিয়ে থেকে যাবেন। যত বেশি প্রমান করতে পারবেন যে দেশে ফিরে আসবেন তাহলেই তারা ভিসা দেয়া
আপনজন ছাড়া কেউ বিনা খরচে দিবেনা। তাছাড়া ইনভাইটেশান পেয়ে যদি কেউ কোন অপরাধ করে সেটার জন্যে কিছু দায়বধ্যতা থাকে যার কারনে সবাই ইনভাইটেশান দিতেও চায় না

Md Jahid Hasan : আমার ইন্ডিয়া ভিজিট করা আছে। এখন আমি মালয়েশিয়া যেতে চাচ্ছি । এখন আপনার মতে কোন এজেন্সি দিয়ে এপ্লাই করালে ভালো হয় এবং ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কি করলে , ধন্যবাদ ।
Raiiq Ridwan : এজেন্সি আমি সঠিক জানিনা কারন ব্যবহার করিনাই। নিজেই এপ্লাই করতে পারেন ওয়েবসাইট দেখে ও ইউটিউবে অন্যদের ভিডিও দেখে৷

Hasan Atik : ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে ৩/৪ দিন বেড়ানোর পরে কি অন্য দেশে যাওয়া যাবে সেইম এয়ারলাইনস একটা ডোমেস্টিক ট্রানজিট আছে।
যেমন
কলকাতা টু দিল্লি (২ ঘন্টা ট্রানজিট)
দিল্লি টু নাইরোবি বা আদ্দিস।
আবার আলাদা টিকেট
নাইরোবি টু সৌদি
সৌদি টু বাংলাদেশ
এভাবে কলকাতা বোর্ডিং পাস দিবে? আগেও বাংলাদেশ থেকে ইন্ডিগোতে কলকাতা ট্রানজিট হয়ে অন্য দেশে গেছি ঢাকাতেই ২ টা বোর্ডিং পাস দিয়েছে সমস্যা হয়নি। তবে এখানে ডোমেস্টিক ট্রানজিট এইজন্য সমস্যা আছে কিনা?

Raiiq Ridwan : দিবে। জিজ্ঞাসা করলে তাদের কে বের হওয়ার টিকেট দেখাবেন। আমি চট্টগ্রাম টু কলকাতা টু দীল্লি-আগ্রা-জয়পুর করে জয়পুর টু মুম্বাই, মুম্বাই টু নেপাল, নেপাল টু কলকাতা, কলকাতা টু অম্রিতসার করে আবার দীল্লি থেকে লন্ডন গিয়েছিলাম

Rejaul Islam Ratul : Bank statement কিভাবে বানানো উচিত। মাসে ২,৩ টা বড় ট্রানজেকশন থাকলেই হয় নাকি ছোট ছোট ট্রানজেকশন থাকা লাগে। (যেহেতু বেশিরভাগ এম্বাসি এখন এইটাতে বেশি নজর দেয়)। আমার ব্যাংক এর মাধ্যমে লেনদেন কম এখন থেকে শুরু করতে চাইছি আরকি।
Raiiq Ridwan : এম্বাসি সাইটে দেখবেন লেখা থাকে তারা কত এক্সপেক্ট করছে পার ডে। অত টাকা থাকা দরকার প্রথম। দ্বীতিয় তারা দেখতে চায় রেগুলার টাকা ঢুকছ্র আর বের হচ্ছে। প্রতি মাসের বেতন হলেই হবে, আর এক দুইটা ট্রাঞ্জ্যাকশান থাকলেই হবে। হঠাৎ খুব বড় ট্রাঞ্জ্যাকশান দেখলে মনে করে ফলসলি বাড়াচ্ছেন

Leave a Comment